বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

হামজা চৌধুরীর লেস্টার ছাড়ার গুঞ্জন, নতুন ঠিকানা শেফিল্ড ইউনাইটেড?

আপডেটঃ ১:৪১ অপরাহ্ণ | জানুয়ারি ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখালেও ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে।লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত এই খেলোয়াড় শীতকালীন দলবদলে ক্লাবটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে।

লেস্টার সিটির বর্তমান পরিস্থিতি বেশ সংকটপূর্ণ।২০১৬ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা ক্লাবটি বর্তমানে লিগ টেবিলের ১৯তম স্থানে রয়েছে এবং অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে।এই অবস্থায় ক্লাবটি তাদের স্কোয়াড পুনর্গঠনের দিকে মনোযোগ দিয়েছে।এরই মধ্যে হামজার জন্য নতুন ক্লাবের খোঁজ চলছে।প্রতিবেদনে বলা হচ্ছে, ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে হামজার চুক্তি প্রায় চূড়ান্ত।চলতি মৌসুমের বাকি অংশের জন্য তিনি ধারে এই ক্লাবে যোগ দিতে পারেন।শেফিল্ড ইউনাইটেড দীর্ঘদিন ধরেই হামজার প্রতি আগ্রহ দেখিয়ে আসছে।চ্যাম্পিয়নশিপে বর্তমানে তারা তৃতীয় স্থানে রয়েছে এবং প্রিমিয়ার লিগে ফিরে যাওয়ার জন্য তারা জোর প্রচেষ্টা চালাচ্ছে।

শেফিল্ড ইউনাইটেডের বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থান (৪৯ পয়েন্ট) তাদের প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার ভালো সম্ভাবনা তৈরি করেছে। হামজার মতো একজন প্রতিভাবান মিডফিল্ডার তাদের দলে যোগ দিলে এই লক্ষ্য পূরণ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।সম্প্রতি এফএ কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে লেস্টারের স্কোয়াডে ছিলেন না হামজা। ধারণা করা হচ্ছে, শেফিল্ড ইউনাইটেডে তার সম্ভাব্য যোগদানের কারণে লেস্টার সিটি তাকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চায়নি।

হামজার বিদায় অনেকটাই নিশ্চিত বলে মনে হলেও এই দলবদল তার ব্যক্তিগত ক্যারিয়ারে কীভাবে প্রভাব ফেলবে, তা নিয়ে ফুটবল বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। লেস্টারে নিজের জায়গা ধরে রাখা কঠিন হয়ে পড়লেও, শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলে তিনি নিয়মিত খেলার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।বাংলাদেশের ফুটবলের জন্য হামজার প্রিমিয়ার লিগ ক্যারিয়ার নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তবে বাংলাদেশি বংশোদ্ভূত একজন ফুটবলারকে দেশের জার্সি গায়ে মাঠে নামতে দেখার স্বপ্ন এখনও অপূর্ণ।লেস্টার সিটি ছাড়ার এই খবর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

হামজার ক্লাব পরিবর্তন তাকে নতুন সুযোগ এনে দেবে, যা তার ক্যারিয়ারের জন্য ইতিবাচক হতে পারে। তবে বাংলাদেশের জার্সি গায়ে তাকে দেখতে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। তবুও ফুটবলপ্রেমীরা তার সাফল্য কামনা করছেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে তার অবদান দেখতে আশাবাদী।

হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডে যোগদান এখন সময়ের ব্যাপার। লেস্টার সিটির কঠিন পরিস্থিতি এবং শেফিল্ডের সম্ভাব্য উত্থানের এই সময়টায়, হামজার সিদ্ধান্ত তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। ফুটবল দুনিয়া এখন তার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়।

IPCS News : Dhaka :