বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর পদ্মায় নেমে ২ কলেজছাত্র নিখোঁজ

আপডেটঃ ১২:৫৬ অপরাহ্ণ | জুন ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছে।নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে গোসলে নামার পর তাদের আর খোঁজে পাওয়া যাচ্ছে না।তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম নদীতে তল্লাশী চালাচ্ছে।নিখোঁজ কলেজছাত্ররা হলেন, নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজামিইনুদ্দীনের ছেলে রিয়াত খন্দকার গলিব (১৭)।তারা দুইজন রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, বেলা ১১ টা ৩৫ মিনিটে আমরা খবর পেয়েছি।এর পর দ্রুত গিয়ে নদীতে তল্লাশী শুরু করা হয়।বেলা ২টা পর্যন্ত তল্লাশী করেও তাদের সন্ধ্যান পাওয়া যায়নি।

সাতার না জানান কারণে তারা পানিতে ঢুবে যেতে পারে বলে ধারণা এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।নিখোঁজ গালিবের ফুফু তামিনা খাতুন বলেন, বেলা ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে গোসল করতে বের হয়েছে।১২টার দিকে আমরা খবর পেয়েছি তারা পানিতে ঢুবে গেছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।