বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চলমান বালিকাদের হকি প্রশিক্ষন শিবির ও সিক্সে সাইড প্রমীলা সমাপ্ত, গোলাপ অঞ্চল চ্যাম্পিয়ন

আপডেটঃ ৭:৩৩ অপরাহ্ণ | মে ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৪০ জন বালিকাদের হকি প্রশিক্ষন শিবির সমাপ্ত ও সিক্সে সাাইড প্রমীলা হকি প্রতিযোগিতায় গতকাল বৃহস্পতিবার (১৮ মে) গোলাপ অঞ্চল ১-০ গোলে চাপা অঞ্চলকে হারায়।বিজয়ী দলের পক্ষে বিজলী জয়সুচক গোলটি করেন।এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশ গ্রহন করে।প্রশিক্ষন শেষে দিনব্যাপী অনুষ্টিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের ও বিজয়ী বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।এর আগে তিনি বলেন, খেলাধুলায় উন্নতি লাভ করতে হলে প্রশিক্ষনের বিকল্প নাই কাজেই নিয়মিত প্রশিক্ষন গ্রহন করতে হবে।এটাই শেষ নই এর পরেও অনেক সময় প্রশিক্ষনের জন্য পাড়ি দিতে হবে তবেই একজন উন্নত ও ভালো হকি খেলোয়াড় হতে পারবে।

জেলা হকি সমিতির সদস্য সচিব মোঃ তৌফিকুর রহমান রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ভলিবল খেলোয়াড় খন্দকার মোঃ মমিনুর রশিদ।এ সময় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য আফরোজা খাতুর হেলেন ও অন্য সদস্যগন উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।