বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে অস্ত্র বিক্রির সময় যুবক গ্রেপ্তার

আপডেটঃ ৪:৪০ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- ২৩ ডিসেম্বর দিবাগর রাতে, রাজশাহীর পুঠিয়া থানাধীন সাধুরমোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করে দুটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।গ্রেফতারকৃত ওই যুবকের নাম আল আমিন (২৪)।তিনি সারদা উপজেলার চকমুক্তারপুর সরকারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।র‌্যাব-জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীরসিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে , জেলার পুঠিয়া থানাধীন সাধুরমোড় গ্রামস্থ সাধুরমোড় ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার উপর ১জন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে।সংবাদ পেয়ে উক্ত ঘটনাস্থল পৌঁছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে।এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করে।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল।উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পরে ২৪ ডিসেম্বর আদালতে সোপর্দ করা হয়ছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।