বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে নিম্নমাণের তুলা ঝুট ও ছিঁড়া কাপড় দিয়ে তৈরী হচ্ছে ন্যাপকিন প্যাড

আপডেটঃ ৯:৩৫ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী নগরীর তেরখাদিয়া মথুরডাঙ্গা এলাকায় একটি বাড়িতে নিউপ্যাডের লোগো নকল করে নিম্ন মানের আশ্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে।১৯ অক্টোবর বুধবার দুপুরে রাজশাহীর ভোক্তা সংরক্ষণ অধি-প্তরের উপ-পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।এসময় ভয়ংকর ক্ষতিকারক উপদান দিয়ে প্যাড তৈরীর অভিযোগে ওই কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিামানা করা হয়।ওই প্যাডে ব্যবহার হয় নিম্ন মাণের তুলা, ঝুট কাপড় ও  ছিঁড়া কাপড়।বিএসটিআই এর অনুমোদন ছাড়ায় নোংরা ও অস্বাস্থকর পরিবেশে মেয়েদের ঋতুকালীন সময়ে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরী করা হচ্ছিল ওই কারখানায়।বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা সংরক্ষণ অধিকারের উপপরিচালক হাসান আল মারুফ।চিকিৎসকরা বলছেন, এমন প্যাড ব্যবহারে নারীদের সংক্রামক রোগ সহ জরায়ুতে ক্যান্সারের সম্ভাবনা রয়েছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।