সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ
দুর্নীতির মামলায় পলাতক আসামি আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার দুই ভাইকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সাইফুল আলম ছাড়াও গ্রুপটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান একই মামলার আসামি।
এদিন দুদকের পক্ষ থেকে সংস্থাটির উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে রেড নোটিশ জারির নির্দেশ দেন।দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা যোগসাজশ করে এএম ট্রেডিং নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ প্রস্তাব তৈরি ও অনুমোদনের ব্যবস্থা করে। পরে ১০৪ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করে তা স্থানান্তর ও রূপান্তরের...
সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ
পাকিস্তানের লাহোরে আলোচিত এক হত্যা মামলার রায় ঘোষণায় অনলাইন গেম পাবজির নেশায় মা, ভাই ও দুই বোনকে হত্যা করা এক কিশোরকে ১০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে ৪০ লাখ রুপি জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার লাহোরের অতিরিক্ত জেলা ও সেশন বিচারক রিয়াজ আহমেদ এ রায় ঘোষণা করেন।অভিযুক্ত আলি জাইনের বয়স ১৭ বছর হলেও ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ১৪।বিচারক তার অপরাধের ভয়াবহতা তুলে ধরে বলেন, এ হত্যাকাণ্ডের জন্য চারটি যাবজ্জীবন সাজা দেওয়া হচ্ছে, যা মিলিয়ে ১০০ বছরের সমান।তবে বয়সজনিত কারণে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়েছে।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছিল ২০২২ সালের জানুয়ারিতে লাহোরের কাহনা এলাকায়। ঘটনার রাত দুইটার দিকে আলি পরিবারের সদস্যদের ওপর গুলি চালায়। এতে তার মা নাহিদ মুবারক, যিনি স্থানীয় লেডি হেলথ ওয়ার্কার ছিলেন, বড় ভাই...
সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকাশিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের একটি ফোনালাপ। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার এই কথোপকথনে আন্দোলন দমনের কৌশল থেকে শুরু করে অস্ত্র ব্যবহারের নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলার ২২তম কার্যদিবসে এই ফোনালাপ শোনানো হয়। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে ৫৩তম সাক্ষী হিসেবে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার জবানবন্দি রেকর্ড করা হয়। তার দাখিল করা চারটি ফোনালাপ আদালতে বাজানো হয়, যার প্রথমটি ছিল হাসিনা ও তাপসের মধ্যে কথোপকথন।ফোনালাপে শেখ হাসিনা আন্দোলনকারীদের ধরপাকড়ের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে...
সেপ্টেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নিউ ইয়র্ক সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে নতুন নতুন খাত ও সুযোগ তৈরি হচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে মার্কিন কোম্পানিগুলোকে অগ্রসর হওয়ার এখনই উপযুক্ত সময়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আলোচনায় মেটলাইফ, শেভরন, এক্সেলেরেটসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। তাদের সামনে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে বাংলাদেশ সফরসঙ্গী ছয়জন রাজনীতিককেও ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যাতে তারা প্রত্যক্ষভাবে...