বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আফগানিস্তানের দাপুটে শুরু, হংকংকে হারাল ৯০ রানে

সেপ্টেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ আট জাতির এবারের এশিয়া কাপ শুরু হলো আফগানিস্তানের দাপুটে জয়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত বি-গ্রুপের ম্যাচে হংকংকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের শুরুর দিনটিকে রঙিন করে তুলেছে আফগানরা। প্রথমে ব্যাট করে তারা ছয় উইকেট হারিয়ে তোলে ১৮৮ রান, জবাবে হংকং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ৯৪ রান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আফগানিস্তানের। মাত্র ২৬ রানে তারা হারায় দুই উইকেট। তবে এরপর ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেন সেদিকউল্লাহ আতাল। প্রথম ওভারেই ‘জীবন’ পাওয়া এই ব্যাটার পরে আর কোনো সুযোগ হাতছাড়া করেননি। খেলেন ৫২ বলে দারুণ ৭৩ রানের ইনিংস, যেখানে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। তার ব্যাটিংয়ের সঙ্গে যোগ হয় আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ইনিংস। মাত্র ২১ বলে তিনি করেন ৫৩ রান। তার ব্যাট...

ডাকসুতে জয়ী না হলেও প্রতিদ্বন্দ্বীদের শুভকামনা মির্জা গালিবের

সেপ্টেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ফলে এবারের ডাকসু নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, ঢাবির ১৮টি হলের মোট ভোটে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ৩ হাজার ৮৮৪ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পান ৩ হাজার ৩৮৯ ভোট। জিএস পদেও জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী...

শিবির নেতা সাদিক কায়েম ডাকসুর ভিপি নির্বাচিত, দিলেন গণতান্ত্রিক ক্যাম্পাসের প্রতিশ্রুতি

সেপ্টেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম।বিজয়ের পর বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে।সাদিক কায়েম বলেন, “আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি।এই মুহূর্তে আমি স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সব শহীদদের, মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের এবং ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে নিহত সব শহীদদের।মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন।” তিনি বলেন, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আস্থা ও আমানত তার ওপর রেখেছেন, তা তিনি...