বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

সেপ্টেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীর এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে শনিবার (০৬ সেপ্টেম্বর) “গাছ লাগাও–জীবন বাঁচাও” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অভ্যর্থনা, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়।স্বাগত বক্তব্য রাখেন, রোটারি নারায়ণ চন্দ্র দাস (পিপি, কাকরাইল)।রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম তুলে ধরেন রোটারি মহসিনুল (এফসিএ, প্রেসিডেন্ট ডাইনামিক)।প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন রোটারি শিলা রানী দাস (প্রেসিডেন্ট, কাকরাইল)।এছাড়া বক্তব্য রাখেন, ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, তাইজ উদ্দিন, মাসুদ সরকার, রূপক মোড়ল, রুহুল আমিন সৈকত, আক্তার হোসেন (প্রধান শিক্ষক, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়), হারুনুর রশিদ (সভাপতি, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়। এল...

কবর থেকে লাশ তোলা ও পুড়ানো বিষয়ে চার মাযহাবের হাদিস

সেপ্টেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ ২৩ শে আগষ্ট নুরা পাগলা মারা যায়।৫ই সেপ্টেম্বার তার লাশ কবর থেকে তুলে লাশকে প্রহার শেষে আগুনে পোড়ান ধর্মীয় লেবাশ পরা কিছু সাধুবেশি শয়তানের অনুসারিরা।প্রতক্ষ্য দর্শিরা জানান,কবর থেকে নুরার লাশ তোলসর সময়,তার কাফনের কাপড়ে কোন দাগ বা দূর্গন্ধ ছিলনা।দাড়ি ও চেহারা অক্ষত ছিল।কেউ মারা গেলে তিন দিনের বেশী হলে গন্ধ ছড়ায়, লাশ ফুলে যায় ও পচন ধরে, শরিরে পোকাধরে।কিন্তু নুরার লাশের এমনটা  হয়নি।হযরত মনসুর হাল্লাজ রহঃ আল্লাহর প্রেমে এতই মজ্জুব ছিল যে তিনি নিজেকে আয়নাল হক বলা শুরু করলেন।কিন্তু সে যুগের মাওলানারা তাকে পাথর মেরে হত্যার নির্দেশ দিলেন।তাই নুরা পাগলার কবরে হামলা তার লাশ জ্বালিয়ে দেয়ায় ধর্মপ্রান কোন মানুষ আশ্চার্য্য হয়নি।কারন নাস্তিক, ইহুদীবএই গোষ্ঠিটি বহু কাল আগে থেকেই আল্লার ওলি আওলাদের সাথে, (জিবিত ও মৃত)এই জাতীয় অপকর্ম...

নেত্রকোনায় দরিদ্র সোহাগ মিয়ার পায়ে অপারেশন প্রয়োজন পাঁচ লাখ টাকা

সেপ্টেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ ‎নেত্রকোনা:- ‎‎নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের তরুণ সোহাগ মিয়া (২৮) এখন জীবনের কঠিনতম সময় পার করছেন।দীর্ঘদিন ধরে তিনি মারাত্মক পায়ের অসুখে ভুগছেন।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করানো জরুরি হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না।অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা,যা দরিদ্র এই পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।‎‎পরিবারের অভাব-অনটনের কারণে সোহাগ মিয়া ২০২১ সালে জীবিকার তাগিদে ঢাকায় যান।সেখানে একটি কেমিক্যাল কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনায় কেমিক্যাল তার পায়ে পড়লে গুরুতর ক্ষত সৃষ্টি হয়।মাঝেমধ্যে কিছুটা সুস্থ হলেও ক্ষত আবার বেড়ে যায়।বর্তমানে প্রায় চার মাস ধরে তার পা পচে গেছে, যা দ্রুত চিকিৎসা না করলে আরোও বড় বিপদের আশঙ্কা রয়েছে। ‎‎সোহাগ মিয়ার পরিবারে স্ত্রী চায়না...

ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠা-বার্ষিকী: দিনাজপুর শাখায় মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

সেপ্টেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শাখায় মাসব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, সকালে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আসরাফুল ইসলাম। তাঁর বক্তব্যে তিনি বলেন, ফুলকুঁড়ি আসর গত পাঁচ দশক ধরে শিশুদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে কাজ করে আসছে।তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষিত, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এই সংগঠনের ভূমিকা অপরিসীম। ফুলকুঁড়ি আসর, দিনাজপুর শাখার পরিচালক এবং বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইয়াজদানী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৭ জন

সেপ্টেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।  ...