বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পাকিস্তানের বিপক্ষে ইনিংস লম্বা করতে চায় বাংলাদেশ

জুলাই ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ইনিংস বড় করতে চায় বাংলাদেশ দল।দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, প্রথম ইনিংসে কিছু ভুল হলেও তারা সেগুলো থেকে শিক্ষা নিয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে আরও দায়িত্বশীল ব্যাটিংয়ের চেষ্টা থাকবে।মিরাজ বলেন, "আমাদের লক্ষ্য থাকবে ইনিংস বড় করা।পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংস ভালো অবস্থানেও ছিলাম, কিন্তু উইকেটগুলো দ্রুত হারিয়ে ফেলায় বড় সংগ্রহ সম্ভব হয়নি।আমরা সেখান থেকে শিখেছি।এখন আমাদের চেষ্টা থাকবে সেই ভুলগুলো শুধরে ফেলা এবং বড় স্কোর গড়া।" তিনি আরও বলেন, "আমরা জানি পাকিস্তান অনেক শক্তিশালী দল।তাদের বিপক্ষে রান তুলতে হলে ধৈর্য ও কৌশলের বিকল্প নেই।আমরা ইতোমধ্যেই নিজেদের পরিকল্পনা ঠিক করেছি কে কীভাবে খেলবে, কোন বোলারের বিরুদ্ধে কেমন কৌশল থাকবে।আমাদের ব্যাটিং কোচও আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন।এখন শুধু...

ট্রাম্পের শুল্ক ঘোষণায় শেয়ারবাজারে ঝড়, বিনিয়োগকারীদের আতঙ্ক

জুলাই ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের ঘোষণা শেয়ারবাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে।চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার পরই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে মার্কিন শেয়ারবাজারে তীব্র ধস নামে।ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চীন থেকে আমদানি করা প্রায় ৩০০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।এই ঘোষণার পর বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাও জোন্স সূচক ১,২০০ পয়েন্টেরও বেশি পড়ে যায়, যা গত এক বছরে সবচেয়ে বড় একদিনের পতন বলে মনে করা হচ্ছে।একই সঙ্গে এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক কম্পোজিট সূচকেও যথাক্রমে ৫ ও ৭ শতাংশ পতন দেখা যায়। এই ধস শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকেনি। ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারগুলোও এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছে। লন্ডনের এফটিএসই,...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাগরে ট্র্যাজেডি: একজন মৃত, দুইজন নিখোঁজ

জুলাই ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যাওয়ার ঘটনায় এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে, এবং বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সোমবার (৭ জুলাই) দুপুরে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই তিন শিক্ষার্থী সাগরের ধারে এসে আনন্দ করছিলেন এবং পরে সাগরে গোসল করতে নামেন।সমুদ্রের ঢেউ তখন ছিল অত্যন্ত উত্তাল।তারা গোসল করতে গিয়ে ধীরে ধীরে গভীর পানিতে পৌঁছে যান এবং হঠাৎ এক পর্যায়ে প্রবল স্রোতের টানে ভেসে যেতে শুরু করেন। সাথে থাকা অন্যান্য পর্যটকরা চিৎকার করে স্থানীয় প্রশাসন ও লাইফগার্ডদের দৃষ্টি আকর্ষণ করলে, তাৎক্ষণিকভাবে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।প্রায় চার ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে মো. রায়হান উদ্দিন (২২) নামে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।রায়হান...