রবিবার ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

৮ জেলা প্রশাসক পদোন্নত হয়ে যুগ্মসচিব পদে, ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ

আপডেটঃ ১০:৪৯ পূর্বাহ্ণ | নভেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

দেশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল এনেছে সরকার। আটজন জেলা প্রশাসককে (ডিসি) পদোন্নতি দিয়ে যুগ্মসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন ১৫ জেলায়। শনিবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ে, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগে, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগে এবং ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়জ্জম আহমদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্মসচিব) করা হয়েছে। অপরদিকে, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।একই রাতে জারি করা আরেক আদেশে উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এসব নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের মধ্যে অনেকে এর আগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনে স্বাভাবিক পদোন্নতি ও রদবদলের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। অভিজ্ঞ জেলা প্রশাসকদের মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে এনে নীতি-নির্ধারণ পর্যায়ে প্রশাসনিক দক্ষতা বাড়ানোই সরকারের উদ্দেশ্য। নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদেরও মাঠ প্রশাসনের নেতৃত্বে দায়িত্ব পালনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদায়ন পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ দায়িত্বে যোগ দেবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে অংশ নেবেন।

IPCS News : Dhaka :