বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

৭৬ কিমি দূরত্বের অপেক্ষায় জীবন-মৃত্যু : দিনাজপুর ফায়ার সার্ভিসে সবই আছে, নেই শুধু ডুবুরি

আপডেটঃ ১২:৩০ অপরাহ্ণ | অক্টোবর ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর জেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৩টি উপজেলা স্টেশনের প্রত্যেকটিতে ইউনিট থাকা সত্ত্বেও, জেলার কোথাও একটিও ডুবুরি দল নেই, যা জরুরি পরিষেবার ক্ষেত্রে এক গভীর সংকট তৈরি করেছে।নদী, পুকুর ও জলাশয়ে কোনো দুর্ঘটনা ঘটলে স্থানীয় ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজে চরম হিমশিম খেতে হচ্ছে।সবচেয়ে আশঙ্কাজনক দিক হলো, এই গুরুত্বপূর্ণ ইউনিটটি আনার জন্য প্রতিবারই প্রায় ৭৬ কিলোমিটার দূরত্বের রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওপর নির্ভর করতে হয়।এই দীর্ঘ পথ এবং সময়ের বিলম্বই বহুক্ষেত্রে জীবন ও মৃত্যুর মধ্যে বিভেদ রেখা টেনে দিচ্ছে।ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি কতটা গুরুতর, তার প্রমাণ মেলে সাম্প্রতিক পরিসংখ্যান থেকে।গত ৬ মাসে জেলায় নদী ও পুকুরে ডুবে ২৭টি মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে অধিকাংশই শিশু।

সংশ্লিষ্টদের মতে, প্রত্যেকটি ঘটনাতেই সময়মতো ডুবুরি না থাকার কারণে উদ্ধার তৎপরতায় যে বিলম্ব হয়েছে, তা বহু প্রাণহানির অন্যতম কারণ।দিনাজপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনটি ‘এ’ শ্রেণিভুক্ত এবং এখানে আগুন নির্বাপক ইউনিট, ফায়ার অ্যাম্বুলেন্সসহ ছয়টি অত্যাধুনিক উদ্ধারযান ও প্রয়োজনীয় সরঞ্জাম মজুত আছে।

এতকিছুর পরেও ডুবুরি দলের মতো একটি অত্যাবশ্যকীয় ইউনিট না থাকাটা রীতিমতো বিস্ময়কর।দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার বিষয়টি স্বীকার করে জানান, দিনাজপুর সদর স্টেশনটি (এ) শ্রেণির হওয়ায় এখানে একটি ডুবুরি ইউনিট থাকা অত্যাবশ্যক।

আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন।তবে দিনাজপুর উন্নয়ন ফোরামের সদস্য মেহেরুল্লাহ বাদল এই অবস্থাকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করে বলেন, ফায়ার সার্ভিসের মতো একটি জরুরি বিভাগে ডুবুরি না থাকাটা দিনাজপুরের মানুষকে জরুরি সেবা থেকে বঞ্চিত করছে।

আমরা দ্রুত এই ঘাটতি পূরণে পদক্ষেপের দাবি জানাচ্ছি।জেলার সাধারণ মানুষ এই পরিস্থিতিকে প্রশাসনিক অবহেলার চরম নজির হিসেবে দেখছেন।তাদের প্রশ্ন: ১৩টি ফায়ার স্টেশন এবং একটি (এ) শ্রেণির সদর স্টেশন থাকা সত্ত্বেও কেন আজও একটি স্থায়ী ডুবুরি ইউনিট স্থাপন করা যায়নি? অবিলম্বে এই গুরুত্বপূর্ণ পরিষেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।