বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

৪ মামলায় শ্যোন অ্যারেস্ট: কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজির সাবেক সাংসদ আসাদুজ্জামান নুর

আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

প্রায় তিন দশক আগে “কোথাও কেউ নেই” নাটকে ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সংস্কৃতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরকে নীলফামারীর চারটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভার্চুয়ালি পরিচালিত আদালতের মাধ্যমে কাশিমপুর কারাগার থেকে সংযুক্ত অবস্থায় তাকে এই চার মামলায় গ্রেপ্তার দেখায় নীলফামারী থানা পুলিশ।জিআর ২৬৭/২৪, ২৬৯/২৪, ২৭৪/২৪ ও ৩২০/২৪ নম্বর মামলা গুলোর শুনানি নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালতে হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর জিন্নাত আলী, ইন্সপেক্টর আশরাফ হোসেন এবং মামলার চার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।অপর প্রান্তে কাশিমপুর কারাগার থেকে আসামি আসাদুজ্জামান নুর, তার আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাই যুক্ত ছিলেন।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মিরপুর এলাকায় সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি।

২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর বেইলি রোডের বাসা থেকে গ্রেপ্তার হন সিয়াম হত্যা মামলায়, পরে ২৯ সেপ্টেম্বর মামুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।এছাড়াও নীলফামারীতে বিএনপি নেতা গোলাম রব্বানী ও জামায়াত কর্মী আবু বকর সিদ্দিক হত্যা, সহিংসতা, ভাঙচুর ও বিস্ফোরকের পৃথক চার মামলায় তাকে প্রধান আসামি করা হয়।

আদালতের নির্দেশে মামলাগুলো এফআইআর হিসেবে নথিভুক্ত হয়।কোর্ট ইন্সপেক্টর জিন্নাত আলী জানান, মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে শ্যোন অ্যারেস্টের আদেশ দেওয়া হয়।

IPCS News : Dhaka :