১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু: অনিবন্ধিত মোবাইল বন্ধ হবে দেশের নেটওয়ার্কে
আপডেটঃ ১২:৫১ অপরাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দেশে অনিবন্ধিত, চোরাই বা অনুমোদনহীনভাবে আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা কার্যকর হলে শুধুমাত্র নিবন্ধিত ডিভাইসই মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকতে পারবে।
এই সিদ্ধান্ত সামনে আসতেই জনপ্রিয় স্মার্টফোনগুলোর বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে। অনিবন্ধিত ডিভাইসের দাম বাড়ার আশঙ্কায় অনেকেই দ্রুত পছন্দের ফোন কিনে নিচ্ছেন। ক্রেতাদের অভিযোগ, অফিসিয়াল ফোনে উচ্চ শুল্ক ও ভ্যাট যুক্ত হওয়ায় এর মূল্য সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে ২০ হাজার টাকার ফোনে ৫৭ শতাংশ ভ্যাট-শুল্ক যুক্ত হয়ে দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় তা ছাত্র ও তরুণদের জন্য বড় ধরনের চাপ তৈরি করছে।
সরকার মনে করছে, নির্বাচনের আগে অবৈধ ডিভাইসের মাধ্যমে সংঘটিত অপরাধ দমন, সাশ্রয়ী দামে মোবাইল সরবরাহ নিশ্চিত, বাজার নিয়ন্ত্রণ এবং রাজস্ব বৃদ্ধি—সবকিছুতেই এনইআইআর কার্যকর ভূমিকা রাখবে। তাই নির্ধারিত সময়েই এ ব্যবস্থা চালুর বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট।
এরই মধ্যে এনইআইআর বাস্তবায়ন নিয়ে চলমান অসন্তোষের জেরে রবিবার বাণিজ্যিক মোবাইল ফোন ব্যবসায়ীরা বিটিআরসি ভবন ঘেরাও করেন। দীর্ঘ বৈঠক ও আলোচনার পর কমিশন এনইআইআর ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সম্মত হয়। পরে রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা সোমবার পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেন।
IPCS News : Dhaka :

