১৫ আগস্টের ছুটি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত: আপিল বিভাগের নতুন সিদ্ধান্ত
আপডেটঃ ১০:১৫ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ
ঢাকা :-১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন দেশের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন।
হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বিচারিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী। এই দিনটি ঘিরে সরকারি ছুটির ঘোষণা নিয়ে সম্প্রতি হাইকোর্টের একটি রায় প্রকাশিত হয়।
আপিল বিভাগের এই আদেশের ফলে হাইকোর্টের রায় আপাতত কার্যকর হবে না। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আরও বিস্তারিত শুনানি হবে বলে জানা গেছে।
IPCS News : Dhaka