বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

১২৫ আসনে মনোনয়ন: প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করল এনসিপি

আপডেটঃ ১১:৪১ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রথম পর্যায়ে ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী উত্তাপ বাড়তে থাকায় দলের ভেতরে প্রার্থী বাছাইয়ের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বুধবার রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দল ইতোমধ্যে সব মনোনয়নপত্র বিতরণের কাজ সম্পন্ন করেছে এবং যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রকাশ করা হচ্ছে। তিনি জানান, দলীয় নীতিমালা অনুযায়ী যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের নাম তদন্ত সাপেক্ষে বাতিল করা হবে। নির্বাচনী মাঠে যোগ্য, গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার লক্ষ্যেই এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি। আখতার হোসেন আরও বলেন, জনগণের আস্থা অর্জনই দলের সবচেয়ে বড় উদ্দেশ্য এবং তাই নির্বাচনকে সামনে রেখে সৎ, দক্ষ ও নিষ্ঠাবান প্রার্থী নির্বাচনে দল বিশেষ গুরুত্ব দিচ্ছে।

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পেয়েছেন মো. সারজিস আলম। ঠাকুরগাঁও জেলায় ঠাকুরগাঁও-২ এ প্রার্থী করা হয়েছে মো. রবিউল ইসলামকে এবং ঠাকুরগাঁও-৩ আসনে মনোনীত হয়েছেন মো. গোলাম মর্তুজা সেলিম। দিনাজপুর জেলাতেও এনসিপি বেশ কয়েকজনকে মনোনয়ন দিয়েছে। দিনাজপুর-৩ এ আ হ ম শামসুল মুকতাদির এবং দিনাজপুর-৫ আসনে ডা. মো. আব্দুল আহাদকে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। নীলফামারী-২ এ ডা. মো. কামরুল ইসলাম দর্পন ও নীলফামারী-৩ এ প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. আবু সায়েদ লিয়ন। লালমনিরহাট-২ এ রাসেল আহমেদ এবং লালমনিরহাট-৩ আসনে প্রার্থী হয়েছেন মো. রকিবুল হাসান।

রংপুর বিভাগেও দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ও নতুন মুখ মনোনয়ন পেয়েছেন। রংপুর-১ এ মো. আল মামুন এবং রংপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদস্য সচিব আখতার হোসেন নিজেই। কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন পেয়েছেন মো. মাহফুজুল ইসলাম এবং কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ। কুড়িগ্রাম-৩ এ প্রতিদ্বন্দ্বিতা করবেন ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি। গাইবান্ধা-৩ আসনে প্রার্থী হয়েছেন মো. নাজমুল হাসান সোহাগ এবং গাইবান্ধা-৫ এ ডা. আ. খ. ম. আসাদুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। জয়পুরহাট-১ এ গোলাম কিবরিয়া এবং জয়পুরহাট-২ এ আব্দুল ওয়াহাব দেওয়ান কাজলকে প্রার্থী করেছে দল। বগুড়া-৬ এ আব্দুল্লাহ-আল-ওয়াকি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ এ মনোনয়ন পেয়েছেন মু. নাজমুল হুদা খান, যিনি রুবেল খান নামেও পরিচিত।

রাজশাহী বিভাগের অন্যতম বৃহৎ জেলা নওগাঁতে মোট পাঁচটি আসনে এনসিপি প্রার্থী ঘোষণা করেছে। নওগাঁ-১ এ প্রার্থী হয়েছেন কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ আসনে মনোনয়ন পেয়েছেন মো. মাহফুজার রহমান চৌধুরী। নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র (উরাও) এবং নওগাঁ-৪ এ প্রার্থী হয়েছেন মো. আব্দুল হামিদ। নওগাঁ-৫ আসনে মনোনীত হয়েছেন মনিরা শারমিন, যাকে দলটি তরুণ নেতৃত্ব হিসেবে তুলে ধরেছে। নাটোর জেলায়ও দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নাটোর-২ এ আব্দুল মান্নাফ এবং নাটোর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক এস. এম. জার্জিস কাদির। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন আসনেও নতুন ও পুরনো নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে—সিরাজগঞ্জ-৩ এ দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ এ দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ এ মনজুর কাদের এবং সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী হিসেবে থাকছেন এস এম সাইফ মোস্তাফিজ।

দলের ভেতরে এই মনোনয়ন প্রক্রিয়া দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন আখতার হোসেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এবার নির্বাচনে আরও শক্তভাবে মাঠে নামার লক্ষ্য নিয়েছে এবং এ তালিকা তারই অংশ। দলটি আশা করছে, মনোনীত প্রার্থীরা এলাকায় সক্রিয় ভূমিকা রেখে ভোটারদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে এবং নির্বাচনী প্রচারণায় দলীয় অবস্থান তুলে ধরবে।

তিনি আরও উল্লেখ করেন, এ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের বিকাশ ও কর্মক্ষম নেতৃত্ব গঠনের সুযোগ তৈরি হবে। এনসিপি তাদের প্রার্থীদের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চায় এবং ভবিষ্যৎ রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে চায়। দলটির আরও কয়েকটি আসনের মনোনয়ন পরবর্তী ধাপে ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

IPCS News : Dhaka :