বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন

আপডেটঃ ১১:২৬ পূর্বাহ্ণ | অক্টোবর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

‎গণমাধ্যমের মর্যাদা নষ্টকারী কথিত হলুদ সাংবাদিকতা,চাঁদাবাজি,সন্ত্রাসী কার্যকলাপ ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নেত্রকোনায় প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‎‎আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। ‎‎বক্তারা অভিযোগ করেন, কথিত সাংবাদিক মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মিথ্যা অপপ্রচার এবং বিভিন্ন অসৎ কর্মকাণ্ডে জড়িত থেকে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তাদের এ ধরনের কর্মকাণ্ডে পুরো গণমাধ্যম অঙ্গন কলঙ্কিত হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।‎‎প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা বলেন, প্রকৃত সাংবাদিকরা সমাজের দর্পণ। কিন্তু কিছু ব্যক্তি পেশার নাম ব্যবহার করে সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের ভূমিকা পালন করছে,যা গণমাধ্যমের ভাবমূর্তি নষ্ট করছে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।