স্থানীয় জুডো পতিযোগিতার এন্ট্রি আহবান ও বিকেএসপি কর্মকর্তাদের সম্বর্ধনা
আপডেটঃ ২:৪৬ অপরাহ্ণ | মে ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে ও জেলা জুডো সমিতির উদ্দ্যোগে অতি শীঘ্রই জুডো প্রতিযোগিতা ২০২৩-২৪ অনুষ্টিত হবে।এই প্রতিযোগিতায় অংশ গ্রহনে ইচ্ছুক এ্যাফিলিয়েটেড ক্লাবসমূহে আগামী ১৫ মে তারিখের মধ্যে নিজ নিজ ক্লাবের প্যাডে লিখিত আবেদনসহ এন্ট্রি ফি বাবদ নগদ ১(এক হাজার) টাকা জেলা ক্রীড়া সংস্থার হিসাব রক্ষক মোঃ সরওয়ার জাহানের নিকট জমা দেয়ার জন্য সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম কালু অনুরোধ জানিয়েছেন।যোগাযোগনং-০১৭১৮৮২৪১৬৩।এদিকে বিকেএসপি কর্তৃক তৃণমুল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষন কার্যক্রমের জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কমিটির কর্মকর্তাগন মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে উপস্থিত হলে তাদের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ।
এ সময় জেলা হকি সমিতির সদস্য সচিব মোঃ তৌফিকুর রহমান রতন, বয়স ক্রিকেট সমিতির সদস্য সচিব মোঃ ফারুক উদ্দিনসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : বাবুল : রাাজশাহী।