সৌদিতে ঝড়ো হাওয়াসহ ভারি বর্ষণ, বন্যার আশঙ্কা এনসিএমের সতর্কবার্তা
আপডেটঃ ১:৩৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারি বৃষ্টি শুরু হয়েছে, যা দ্রুত না থামলে বেশ কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)। মরুপ্রধান এই দেশে এমন আবহাওয়া খুবই বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে ঝড় ও ভারি বর্ষণের প্রবণতা বেড়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তর সীমান্তবর্তী অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টি বইছে। পাশাপাশি হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণ অব্যাহত রয়েছে। বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশা তৈরি হয়ে দৃষ্টিসীমা কমে যাচ্ছে, যা পরিবহন ও যাতায়াতে বিঘ্ন ঘটাতে পারে।
এনসিএম জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপই এই অস্থির আবহাওয়ার জন্য দায়ী। সাগর উপকূল থেকে ১৮ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হচ্ছে, যা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঝড়ো পরিস্থিতি ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরেও, যেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ঘণ্টায় ১০ থেকে ৩৫ কিলোমিটার গতিতে বাতাস বইছে।
অবিরাম বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নিম্নাঞ্চলে পানি জমার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির অবনতি হলে অনেক এলাকায় হঠাৎ বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
IPCS News : Dhaka :

