সহিংসতায় উত্তপ্ত ভারতের ওড়িশার কটক, ইন্টারনেট বন্ধ
আপডেটঃ ১২:০৯ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ
ভারতের ওড়িশার কটক শহর আবারও সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে।দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় প্রশাসন ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে এবং পুরো এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে।শুক্রবার রাতে কটকের দরগা বাজার এলাকায় প্রতিমা বিসর্জনের সময় উচ্চ শব্দে সংগীত বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিবাদ বাধে। পরিস্থিতি দ্রুত হাতাহাতি ও পাথর নিক্ষেপে রূপ নেয়।
এতে কটকের ডেপুটি কমিশনার অব পুলিশ খিলাড়ি ঋষিকেশ দন্যাদোসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এ ঘটনায় অন্তত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ও ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে আরও অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।পরিস্থিতি আরও জটিল হয় রবিবার, যখন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল র্যালি বের করে। র্যালির সময় একাধিক দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে।সহিংসতা ঠেকাতে প্রশাসন রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত কটক পৌরসভা, সিডিএ এলাকা ও আশপাশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখার নির্দেশ দেয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি এক বিবৃতিতে কটকের শতবর্ষের ভ্রাতৃত্বের ঐতিহ্য বিনষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। আহতদের চিকিৎসা বিনামূল্যে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।অন্যদিকে, বিজেডি নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে বলেন, ভ্রাতৃত্বের শহরে এ ধরনের সহিংসতা অত্যন্ত দুঃখজনক, পুলিশ সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। ভিএইচপি এ ঘটনায় প্রশাসনের অদক্ষতার অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টার বন্ধ ডাক দিয়েছে।
শহরে ইতোমধ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। স্থগিত থাকা বিসর্জন কার্যক্রমও কড়া নিরাপত্তার মধ্যে রবিবার সকালে সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, মোট ১২০টি প্রতিমা শান্তিপূর্ণভাবে বিসর্জন দেওয়া হয়েছে।
IPCS News : Dhaka :