রবিবার ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে সংস্কার ও নিরাপত্তা জোরদারে ছাত্রদলের স্মারকলিপি পেশ

আপডেটঃ ১০:৩৯ পূর্বাহ্ণ | নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ

ময়মনসিংহের সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৫ দফা দাবিনামা উত্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে কলেজ অধ্যক্ষের বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।ছাত্রদলের দাবি, কলেজে একটি শিক্ষাবান্ধব ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা বলেন, শিক্ষার্থীদের সমস্যা দীর্ঘদিন ধরেই অনুত্তরিত রয়েছে—তাই এই ১৫ দফা দাবি পূরণ হলে কলেজের একাডেমিক মান, নিরাপত্তা, পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ইতিবাচক পরিবর্তন আসবে।

দাবিনামায় বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আইডি কার্ড প্রণয়ন করে তা বাধ্যতামূলক করতে হবে। এছাড়া ৯০ শতাংশ উপস্থিতি ছাড়া কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কলেজে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানানো হয়েছে।ছাত্রদল তাদের দাবিতে আরও উল্লেখ করেছে—কলেজের পুরনো ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। শ্রেণিকক্ষের সীট সংখ্যা বৃদ্ধি, পর্যাপ্ত আসনব্যবস্থা এবং লাইব্রেরি সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।তারা বলেন, কলেজের অভ্যন্তরে একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে নতুন গাছ রোপণের উদ্যোগ নিতে হবে। শিক্ষকদের নিয়মিত ও সময়মতো ক্লাস নেওয়া নিশ্চিত করতে প্রশাসনের তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের ক্রীড়া ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি, ক্যাম্পাসে বিশুদ্ধ পানি সরবরাহ ও ওয়াশ ব্লকের উন্নয়ন, এবং নামাজের জায়গা নির্ধারণসহ ছাত্রদের জন্য একটি বিশ্রামাগার তৈরির দাবি জানানো হয়েছে।ছাত্রদল নেতারা বলেন, “আমরা শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস চাই। এই ১৫ দফা বাস্তবায়িত হলে শহীদ স্মৃতি আদর্শ কলেজ একটি আধুনিক, সুশৃঙ্খল ও নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।”

স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মমিন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মিয়া, সহ-সভাপতি রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।তারা কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানান, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখার জন্য। ছাত্রদলের নেতারা জানান, তাদের এই উদ্যোগ কোনো দলীয় স্বার্থে নয়—বরং শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার মানোন্নয়নের স্বার্থে নেওয়া হয়েছে।

এ সময় নেতারা আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল কলেজ ক্যাম্পাস গঠন করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিরাপদে, আনন্দে ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে পারবে।”তারা হুঁশিয়ারি দেন, প্রশাসন যদি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো অগ্রাহ্য করে, তাহলে ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গণআন্দোলনের পথে নামতে বাধ্য হবে।

ময়মনসিংহের শহীদ স্মৃতি আদর্শ কলেজে শিক্ষার মান উন্নয়ন, নিরাপত্তা জোরদার ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ছাত্রদলের এই পদক্ষেপকে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিন পর ছাত্র সংগঠনের পক্ষ থেকে এমন বাস্তবমুখী দাবি কলেজের উন্নয়নে নতুন গতি আনতে পারে।

IPCS News : Dhaka :