রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সব সম্প্রদায়ের অন্তর্ভুক্তি লক্ষ্য বিএনপির ‘রেইনবো নেশন’ ভাবনা

আপডেটঃ ১২:১৪ অপরাহ্ণ | অক্টোবর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাষ্ট্র কাঠামো সংস্কারে ঘোষিত ৩১ দফার দ্বিতীয় প্রস্তাবে বিএনপি তুলে ধরেছিল একটি নতুন রাজনৈতিক দর্শন—‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-পরবর্তী সময়ের এই ধারণাটিকে বাংলাদেশের প্রেক্ষাপটে রূপ দিতে চায় দলটি। বিএনপি নেতাদের ভাষায়, এর লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে ধর্ম, ভাষা, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিক সমান মর্যাদা ও সুযোগ ভোগ করবেন।‘রেইনবো নেশন’ ধারণাটি প্রথম প্রচলন করেন দক্ষিণ আফ্রিকার বিশপ ডেসমন্ড টুটু।

পরে নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি হওয়ার পর এটিকে জাতীয় দর্শন হিসেবে গ্রহণ করেন, যার উদ্দেশ্য ছিল বিভাজন পেরিয়ে ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা। বিএনপি বলছে, একই ভাবনায় তারা বাংলাদেশেও অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণে কাজ করতে চায়।সম্প্রতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একটি রেইনবো নেশন গড়ে তুলব। তারেক রহমান ২০২২ সালে ঘোষিত ৩১ দফায় এই নীতির কথা বলেছেন—একটি এমন বাংলাদেশ, যেখানে সবাই সমানভাবে অবদান রাখতে পারবে।”বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যাখ্যায়, রেইনবো নেশন মানে এমন একটি বাংলাদেশ, যেখানে ধর্ম, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান জানিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদকে নতুনভাবে ব্যাখ্যা করা হবে। আর দলের সংসদ সদস্য রুমিন ফারহানার ভাষায়, “গত এক দশকে যেভাবে জাতিকে বিভাজিত করা হয়েছে—ধর্ম, মুক্তিযুদ্ধ কিংবা আদর্শের কার্ড তুলে—আমরা সেই বিভাজন থেকে বেরিয়ে একটি ইনক্লুসিভ নেশন গড়ার আহ্বান জানাচ্ছি।”

তবে বিশ্লেষকদের মতে, ধারণাটি আকর্ষণীয় হলেও বাস্তবায়ন সহজ নয়। বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, পারস্পরিক অবিশ্বাস ও সামাজিক বিভাজন রেইনবো নেশনের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মুক্তিযুদ্ধ ও ধর্মভিত্তিক রাজনীতি দেশের সামাজিক কাঠামোকে যে জটিল করেছে, তা অতিক্রম করতে প্রয়োজন হবে রাজনৈতিক সহনশীলতা, স্বচ্ছতা ও নাগরিক আস্থার পুনর্গঠন।

অর্থাৎ, ‘রেইনবো নেশন’ বাংলাদেশে নতুন রাজনৈতিক দিকনির্দেশনা হিসেবে সম্ভাবনা রাখে বটে, তবে তা বাস্তবে রূপ দিতে হলে বিএনপিকে শুধু নীতিগত প্রতিশ্রুতি নয়, কার্যকর উদ্যোগ ও নেতৃত্বের সক্ষমতা প্রদর্শন করতেই হবে।

IPCS News : Dhaka :