শিবির নেতা সাদিক কায়েম ডাকসুর ভিপি নির্বাচিত, দিলেন গণতান্ত্রিক ক্যাম্পাসের প্রতিশ্রুতি
আপডেটঃ ১১:৪৪ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম।বিজয়ের পর বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে।সাদিক কায়েম বলেন, “আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি।এই মুহূর্তে আমি স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সব শহীদদের, মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের এবং ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে নিহত সব শহীদদের।মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন।”
তিনি বলেন, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আস্থা ও আমানত তার ওপর রেখেছেন, তা তিনি যথাযথভাবে রক্ষা করবেন।“আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ না করা পর্যন্ত আমরা থামব না।আমি শুধু ভিপি হিসেবে নয়, বরং সবার ভাই-বোন হিসেবে পাশে থাকতে চাই।আমাদের লক্ষ্য হবে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।”সংবাদ সম্মেলনে নবনির্বাচিত ভিপি সহযোদ্ধাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন, “আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি, তারা প্রত্যেকেই এক একজন উপদেষ্টা।আমরা চাই তারা আমাদের সব ধরনের পরামর্শ দেবেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন।ক্যাম্পাসের উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সবাই মিলে একসঙ্গে কাজ করব।”সাদিক কায়েম আরও বলেন, এই নির্বাচন শুধু একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং এটি বাংলাদেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনের একটি বড় অর্জন।“আমরা বিশ্বাস করি, এই বিজয়ের মাধ্যমে নতুন এক গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।
ডাকসু হবে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন, যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারবে।”তিনি প্রতিশ্রুতি দেন, ডাকসুকে শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করা হবে এবং এটি হবে মুক্ত চিন্তা, মতপ্রকাশ ও ন্যায়বিচারের মঞ্চ।
IPCS News : Dhaka :