বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামানোর অভিযোগ : ট্রেন অবরোধ

আপডেটঃ ২:৫৯ অপরাহ্ণ | মে ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত কর্মসূচি শেষে ফেরার পথে একতা এক্সপ্রেস ট্রেনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় রবিবার সন্ধ্যায় দিনাজপুর স্টেশনে ট্রেন অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।পরে রাত ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করেঅভিযোগকারী শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন ছাত্র গত শনিবার ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।রোববার সকাল সোয়া ১০টায় তাঁরা একতা এক্সপ্রেসে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন।

পথে টিটিই তাঁদের টিকিট দেখতে চাইলে শিক্ষার্থীরা জানান, তাড়াহুড়োতে টিকিট কাটার সুযোগ পাননি।বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধের প্রস্তাব দিলেও টিটিই সিরাজগঞ্জ স্টেশনে তাঁদের ট্রেন থেকে নেমে বাসে যাওয়ার পরামর্শ দেন।সিরাজগঞ্জ স্টেশনে আবার টিকিট চাওয়া হলে এক পুলিশ সদস্য এবং টিটিই ওয়াসিবুর রহমান শুভ শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

এতে রাসেল ইসলাম নামের এক শিক্ষার্থী পড়ে গিয়ে কনুইয়ে আঘাত পান।পরে তাঁরা পুনরায় ট্রেনে ওঠেন।শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, আমরা ঢাকায় কেন গেছি, তা নিয়ে প্রশ্ন তুলে আমাদের সাথে অশোভন আচরণ করেছেন টিটিই এবং পুলিশ সদস্য।আওয়ামী লীগের দোসর, এটি পরিকল্পিত এবং রাজনৈতিক প্রভাবিত একটি ঘটনা।আমরা তাঁদের শাস্তি দাবি করি।

অভিযোগ অস্বীকার করে টিটিই ওয়াসিবুর রহমান বলেন, ট্রেন থেকে কাউকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেনি।দিনাজপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।