বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শাহজালাল বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণসহ চোরাচালান সিন্ডিকেটের দুই সদস্য আটক:

আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।আটককৃতরা হলেন মোঃ হাছান (৩৯) এবং মোঃ শাহাজান (৪৯)।মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী ০১ নং ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, সন্দেহজনক আচরণ লক্ষ্য করে এপিবিএন সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে।পরে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।তল্লাশির সময় মোঃ হাছানের পাঞ্জাবীর পকেট থেকে ৫০২ গ্রাম এবং মোঃ শাহাজানের পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা।স্বর্ণালঙ্কার গুলো ২১ ও ২২ ক্যারেট মানের বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, এসব স্বর্ণালঙ্কার অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে বিদেশ থেকে অবৈধভাবে দেশে আনা হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছে।এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর অধীনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এপিবিএন (১৩) এর অপারেশনাল কমান্ডার মোঃ মোজাম্মেল হক বলেন, “আমরা নিয়মিতভাবে বিমানবন্দরে চোরাচালান রোধে কাজ করে যাচ্ছি।সম্প্রতি স্বর্ণ চোরাচালান বেড়েছে, তবে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।এপিবিএন জানিয়েছে, চোরাচালান রোধে অভিযান চলমান থাকবে।

IPCS News : Dhaka :