লালমনিরহাট রেলওয়েতে নিয়ম ভঙ্গ: পোস্টিং, কাজ দিনাজপুরে
আপডেটঃ ১২:২১ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ
লালমনিরহাট:- লালমনিরহাট রেলস্টেশনে লাইনম্যান পদে নিয়োগপ্রাপ্ত ফারুক মÐল নিয়ম ভঙ্গ করে দিনাজপুরে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে।দিনাজপুরে কোনো অফিসিয়াল পদ না থাকা সত্ত্বেও, তিনি সেখানে কাজ করছেন এবং সরকারি বেতন-ভাতা নিচ্ছেন।বিষয়টি রেলওয়ের নিয়ম-শৃঙ্খলার স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয় কর্মচারীরা।
দিনাজপুর রেলস্টেশনের উপসহকারী প্রকৌশলী (সংকেত) মাজেদুর ইসলাম জানান, “ফারুক মÐলের কোনো অফিসিয়াল পোস্টিং এখানে নেই।হাজিরা খাতায় তার নাম নেই।তবুও তিনি নিজের ইচ্ছেমতো এখানে আসেন এবং চলে যান।এ নিয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা নেই।”স্থানীয় কর্মচারীরা অভিযোগ করেছেন, দিনাজপুর রেলস্টেশনে কোনো পদ না থাকা সত্ত্বেও ফারুক মÐল এখানকার পরিবেশে আধিপত্য বিস্তার করছেন।তিনি বদলির ভয় দেখিয়ে কর্মীদের চুপ থাকতে বাধ্য করছেন।তার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না কেউ।
ফারুক মÐল তার অবস্থান সম্পর্কে বলেন, “আমার পোস্টিং লালমনিরহাটে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তা আমিনুল ইসলামের নির্দেশে আমি দিনাজপুরে কাজ করছি। মাঝে মাঝে লালমনিরহাটে গিয়ে হাজিরা খাতায় সই করি।”লালমনিরহাট রেলস্টেশনের উপসহকারী প্রকৌশলী (সংকেত) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনো ব্যাখ্যা না দিয়ে ফোন কেটে দেন।
স্থানীয় কর্মচারীরা মনে করছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক নজরদারি ও কঠোর পদক্ষেপের অভাবে ফারুক মÐল নিয়ম-কানুনকে উপেক্ষা করার সুযোগ পাচ্ছেন।এই অব্যবস্থাপনার কারণে রেলওয়ের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।