রোহিঙ্গা সহায়তায় যুক্তরাজ্য–কাতারের ১১.২ মিলিয়ন ডলার বরাদ্দ
আপডেটঃ ১২:৫৪ অপরাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও তাদের সহায়তাকারী স্থানীয় জনগণের মানবিক সেবা ও পরিবেশ সুরক্ষায় বড় ধরনের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। দুই দেশ যৌথভাবে ১১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে, যা এই সংকট মোকাবিলায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, কাতারের সঙ্গে অংশীদারত্বে এই সহায়তা ঘোষণা করতে পেরে যুক্তরাজ্য সন্তুষ্ট। কক্সবাজারে বসবাসকারী ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয়দের জন্য মানবিক কর্মসূচি শক্তিশালী করাই এই তহবিলের উদ্দেশ্য। রোহিঙ্গা সংকট দীর্ঘমেয়াদে স্থায়ী হয়ে ওঠায় এ সহায়তা স্থানীয় পরিবেশ ও জীবনযাপনের ওপর চাপ কমাতেও নির্দেশিত।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই তহবিলের অর্থ দিয়ে বিশেষ করে ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং ক্যাম্প ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয় রোধে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করা হবে। এতে মাঝারি ও দীর্ঘমেয়াদে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
দুই দেশ এক যৌথ মন্তব্যে জানায়, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব কমিউনিটি গড়ে তোলার জন্য তারা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলপিজি ব্যবহারে উৎসাহ বৃদ্ধির মধ্য দিয়ে বন উজাড়ের প্রবণতাও কমবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। কয়েক বছর ধরে জ্বালানি কাঠের অত্যধিক চাহিদা কক্সবাজারের আশপাশের বনে ব্যাপক ক্ষতি ডেকে এনেছে, যা এখনো উদ্বেগের কারণ।
২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ব্যাপক আগমনের পর থেকে কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর এক আবাসস্থলে পরিণত হয়েছে। দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি চলমান থাকায় আন্তর্জাতিক সহায়তার গুরুত্ব দিন দিন আরও বাড়ছে।
IPCS News : Dhaka :

