বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে প্রধান উপদেষ্টা ইউনূসের যাত্রা

আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | অক্টোবর ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ

বিশ্ব খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছেন।রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন তিনি ও তার সফরসঙ্গীরা। এই সফরের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশগ্রহণ।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।তার বক্তৃতায় বৈশ্বিক খাদ্যব্যবস্থা, ক্ষুধা মোকাবিলা, কৃষির উদ্ভাবন এবং সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব ও অভিজ্ঞতা তুলে ধরবেন বলে জানা গেছে। এছাড়া, তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস, জলবায়ু পরিবর্তন, টেকসই কৃষি উৎপাদন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে গভীর আলোচনা হবে।ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত এফএওর উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এ বছর ফোরামটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে ইতালির রাজধানী রোমে, এফএওর সদর দপ্তরে। বিশ্বের ১৫০টিরও বেশি দেশ থেকে প্রতিনিধি, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নিচ্ছেন এ আয়োজনটিতে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি ও ভাবমূর্তি আরও সুদৃঢ় করার একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বৈশ্বিক খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য নিরসনে বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্যোগ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার মাধ্যমে নতুন সহযোগিতার দ্বার খুলে দিতে পারে এই সফর। বিশ্লেষকদের মতে, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ শুধু আন্তর্জাতিক উন্নয়ন সংলাপে দেশের ভূমিকা জোরদার করবে না, বরং ভবিষ্যৎ খাদ্য নীতি প্রণয়নেও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। ওয়ার্ল্ড ফুড ফোরামে তার এই অংশগ্রহণকে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রমের নতুন দিগন্ত হিসেবে দেখছেন দেশি-বিদেশি পর্যবেক্ষকরা।

IPCS News : Dhaka :