শনিবার ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রেলপথ মন্ত্রণালয় প্রতিনিধির রাজশাহী রেলস্টেশন পরিদর্শন

আপডেটঃ ২:০২ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি (রেলপথ মন্ত্রণালয়ের প্রতিনিধি) শেখ মইনউদ্দিন,২৬ জুলাই শনিবার রাজশাহী রেল স্টেশন পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি রেলস্টেশনের সার্বিক অবস্থা, যাত্রীসেবা, ট্রেন চলাচলের সময়সূচি এবং অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।স্টেশনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।এছাড়া তিনি যাত্রী সেবার বর্তমান হালচাল ও সেবা বৃূদ্ধিতে করণীয় নিয়ে স্টেশনে অপেক্ষামান যাত্রীদের কাছ থেকেও মতামত গ্রহণ করেন তিনি।এসময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এর ধারা বাহিকতায় রেল যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিক ও যাত্রীবান্ধব করে গড়ে তুলতেই বাংলাদেশ রেলওয়ের সকল গুরুত্বপূর্ন স্টেশনে পরিদর্শন কার্যক্রম চালানো হচ্ছে।পরিদর্শন শেষে শেখ মইনউদ্দিন স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত বক্তব্যে যাত্রীদের কাঙ্খিত রেলসেবার  মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদপর তা বাস্তবায়নের নির্দেশ দেন।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।