বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন

আপডেটঃ ২:৫৮ অপরাহ্ণ | জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ রেলওয়ের ৪৫তম ক্রীড়া বার্ষিক প্রতিযোগিতা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।১৪ জানুয়ারি সকালে শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত মহাপরিচালকগণ, জিএম পূর্ব সুবক্তগীন ও জিএম পশ্চিম মোঃ ফরিদ আহমেদ, প্রধান প্রকৌলী আহমদ হোসেন মাসুম (পশ্চিম), প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস (পশ্চিম),পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলের সকল প্রধান কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা-কর্মী এবং অন্যান্য অতিথিবৃন্দ।৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মহপরিচালক।

উদ্বোধনের পরপরই আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়।দুই দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল ১৫ জানুয়ারি।এ প্রতিযোগিতায় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন অঞ্চল থেকে কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করছেন।

১৫ জানুয়ারি অনুষ্ঠানের দ্বিতীয় দিনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব ফাহিমুল ইসলাম।কর্তৃপক্ষ আশা করছে, এই আয়োজনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শারীরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।