রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ জন
আপডেটঃ ১:০১ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, দখলদারিত্ব, সন্ত্রাসী কার্যকলাপ, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়াও, বিভিন্ন অভিযোগে আরও ১৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক সংশ্লিষ্ট মামলার আসামি এবং ৯ জন অন্যান্য মামলায়।বিশেষ অভিযানে চাঁদাবাজে গ্রেপ্তার মো: রাশেদুল ইসলাম রাসেল (৩২), মো: সুমন (৪০) ও মো: আনিন (৩৫)।
রাশেদুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী প্রফেসরপাড়ার আব্দুল গাফফারের ছেলে, সুমন রাজপাড়া থানার রাজপাড়া এলাকার মো: শাহআলমের ছেলে, আনিন একই এলাকার গাজীর শেখের ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।