বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী থেকে নিখোঁজ দুই শিশুসহ দুই নারী ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার

আপডেটঃ ১১:২৮ পূর্বাহ্ণ | অক্টোবর ১৬, ২০২৪

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই শিশুসহ দুই নারীকে ঢাকার কেরানীগঞ্জ  থেকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

উদ্ধারকৃত দুই নারী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া গ্রাম থেকে  দুই শিশু সন্তানসহ দুই নারী নিখোঁজ হয়। এ সংক্রান্ত রাজপাড়া থানায় জিডি এন্ট্রি হয়।

উক্ত জিডির পরিপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) অনির্বান চাকমার তত্ত্বাবধানে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলমের দিকনির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম দুই নারী ও দুই শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে।

পরবর্তীতে আজ ১৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০.৩০ টায় রাজপাড়া থানার এসআই মো: আকরাম হোসেন  এবং তাঁর টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া দুই নারীসহ দুই শিশুকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।