শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো ভুয়া স্বরাষ্ট্র উপদেষ্টা গ্রেপ্তার

আপডেটঃ ২:২১ অপরাহ্ণ | জানুয়ারি ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ

স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) নির্বাচন সংক্রান্ত বার্তা পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তার যুবকের নাম মো. শামীম ওসমান (২৯)।মঙ্গলবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।সিআইডি সূত্রে জানা গেছে, শামীম স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় ব্যবহার করে রাজশাহীর ডিসি আফিয়া আখতারের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।ওই বার্তায় রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার না করার নির্দেশনা দেওয়া হয় এবং বলা হয়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না।

পাশাপাশি ‘মাসিক কালেকশন’ বিষয়ে জানতে চেয়ে দ্রুত বিকাশে এক লাখ টাকা পাঠাতে বলা হয়।ওই বার্তায় উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য থাকায় ডিসির পক্ষ থেকে বিষয়টি সন্দেহজনক মনে করে সিআইডিকে অবহিত করা হয়।পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডি শামীমকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার শামীম একজন পেশাদার প্রতারক।তার বিরুদ্ধে আগেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে।এছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।