শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটঃ ২:৫৩ অপরাহ্ণ | জানুয়ারি ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উদ্যোগে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করা হয় বেলুন ফেস্টুন উড়িয়ে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব মোহাম্মদ হাবিবুর রহমান।রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

আয়োজনে শিক্ষা ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।বিকেলে বিভিন্ন ইভেন্টের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ.এন.এম. মোফাখখারুল ইসলাম।

এ সময় বোর্ডের সচিব অধ্যাপক শামীম আরা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আছাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।