বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে স্বাধীনতা দিবস থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেটঃ ২:১২ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীতে স্বাধীনতা দিবস থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের অর্থায়নে ও ব্যবস্থাপনায় এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ২৫ এপ্রিল ২০২৪ রোজ: বৃহস্পতিবার রাজশাহী জেলা জিমনেসিয়ামে স্বাধীনতা দিবস থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের সম্মানীত কাউন্সিলর জনাব মোঃ জানে আলম জনি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রাশেদুজ্জামান রাশেদ প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় ও অধিনায়ক, জাতীয় বাস্কেটবল দল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সম্মানিত সহ-সভাপতি ও জেলা প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগ সমিতির আহবায়ক জনাব মোঃ খায়রুল আলম ফরহাদ।

ফাইনালে দু’টি দল অংশ গ্রহণ করে ঈগলেটস ক্লাব বনাম বুলস্।ঈগলেটস ক্লাব ২১ পয়েন্ট পেয়ে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জ ন করে এবং বুলস ৭ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়।প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেন।খেলায় সেরা বাস্কেটবল খেলোয়াড় আবু হারিছ সিহাব এবং সেরা উদীয়মান খেলোয়াড় রুসেল হোসেন।

অনুষ্ঠানে সভাপতি জনাব মোঃ খায়রুল আলম ফরহাদ তিনি প্রধান অতিথি জনাব মোঃ জানে আলম জনি কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন এবং সেই সাথে বিশেষ অতিথির ক্রেস্টও প্রদান করা হয়।খেলার স্কোরিং করেন রাজশাহী জেলা দলের প্রাক্তন খেলোয়াড়, কোচ, ও জাতীয় বাস্কেটবল রেফারী মোঃ কামাল, এবং জেলা বাস্কেটবল কোচ জনাব রকিবুল ইসলাম।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ বিপুল হাসান, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা।

IPCS News : Dhaka : ।