রাজশাহীতে ভরদুপুরে গলাথেকে স্বর্নের চেইন ছিনাই
আপডেটঃ ১:৫৪ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর জনবহুল এলাকায় এক নারী শিক্ষার্থীর গলা থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।নগরীর ব্যাস্ততম এলাকা রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে।ঐ শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তার বাসা শিরোইল কলোনিতে।সে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির মেয়ে।জানা গেছে,২৬ অক্টোবর( রবিবার) বেলা সাড়ে ১১টায় বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।তাকে বহনকারী রিক্সাটি রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি ওই শিক্ষার্থীর গলায় পরিধান করা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।রেলগেটের মতো ব্যস্ততম এলাকায় দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় স্থানীয় ও পথচারীরা ক্ষোভে ফেটে পড়েন।ব্যস্ততম মোড়টিতে কোন সিসি ক্যামেরা না থাকায় এলাকাটিতে ছিনতাই কারিরা নিবিঘ্নে ছিনতাই করে পার পেয়ে যায়।
ছিনতাই ঘটনা শিকার ওই শিক্ষার্থীর বাবা বিএনপি নেতা মনিরুল ইসলাম জনি জানান, দিনে দুপুরের ছিনতাই এভাবে মেনে নেওয়া যায় না।আজকে আমার সন্তান ক্ষতিগ্রস্ত হলো।যেকোনো সময় যেকোনো কারো সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থেকে যাচ্ছে।তিনি ছিনতাই রোধে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য পুলিশ প্রশাষনের দৃস্টি আকর্ষন করেন।
যাতে করি নগরবাসী ও শহরে আগতরা নিবিঘ্নে চলাচল করতে পারেন।ছিনতাইয়ের ঘটনায় তিনি সংশ্লিষ্ঠ থানায় ডায়েরি করবেন বলে জানিয়েছেন।এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানার পর পরই তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়।আমরা আশা করছি খুব দ্রুতই অপরাধীকে ধরতে পারবো।
সেখানে সিসিটিভির ক্যামেরাগুলো অকার্যকর থাকায় অপরাধীকে শনাক্ত করতে বিলম্ব হতে পারে।তবে অপরাধীকে ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।

