রাজশাহীতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারি, বাড়িঘর ভাংচুর
আপডেটঃ ১২:১২ অপরাহ্ণ | ডিসেম্বর ১১, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহীর:- রাজশাহীতে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকেরা।এর জেরে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।এই ঘটনায় রাতেই সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে।শুক্রবার দিবাগত রাত ব্রাজিলের হারের পর রাত ১২ টার সময় দেশীয় অস্ত্র নিয়ে রাজপাড়া থানার বন্ধ গেট নতুন বিলশিমলা এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।জানা গেছে ঐ এলাকার বিমান বাহিনীতে কর্মরত মোঃ আবদুল কুদ্দুসের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।হামলায় রিফাত ও রায়হান নামে দুইজন আহত হয়েছেন।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রাজপাড়া থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বাড়ির মালিক থানায় একটি অভিযোগ দিয়েছেন।তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।