রাজশাহীতে ডিএনসি এর বিপুল পরিমান মাদক উদ্ধার
আপডেটঃ ১:০৪ অপরাহ্ণ | জুন ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মোটর সাইকেলে অভিনব কায়দায় মাদক পাচারের সময় রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের(ডিএনসি) চৌকস সদস্যরা বিপুল পরিমান মাদক দ্রব্যের চালান আটক করেছেন।মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলয়েট।২৫ জুন বুধবার জেলার গোদাগাড়ী থানার রাজবাড়ী এলাকা থেকে মাদক দ্রব্য গুলো উদ্দার করে ডিএনসি সদস্যরা।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,আামরা গোপন সংবাদে জানতে পায় গেদাগাড়ী থানার রাজবাড়ী এলকায় মাদকের একটি বড় চালান আসছে।খবর পেয়ে আমাদের চৌকস সদস্যরা রাজবাড়ী এলাকায় উঁতপেতে অপেক্ষা করতে থাকে।
এসময় সন্দেহভাজন একটি মোটর সাইকে যেতে দেখে সেটি আটকিয়ে তল্লাশী করলে মেটর সাইকেলটির সিটকভার ও ইণ্জিনে বিশেষ কায়দায় রাখা ৭৪ বোতল ফেন্সিডিল, ৩০০পিস ইয়াবা ও ২১০পিস ট্যাপেন্টাডল পায়।এসময় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।সেই সাথে মাদক বহনের মোটর বাইকটিও জব্দ করা হয়।
আটককৃত চাঁপাই নবাগজ্ঞ জেলার শিবগজ্ঞ থানার শাহাবাজপুর(নামো চকপারা) গ্রামের মোঃনআসাবুদ্দীনের ছেলে।মাদক দ্রব্যনিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহী জেলার উপপরিচালক আলমগীর হোসেন বলেন, ডিএনসি জেলা ও গোয়েন্দা শাখা আমরা সমন্বয় করে মাদক চোরাচালান বন্ধে কাজ করছি।আমাদের সদস্যরা মাদক বিক্রয় ও সেবন রোধে আপ্রান চেস্টা করছি।এবিষয়ে মদক আইনে মামলা করা হয়েছে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।