বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে আরএমপির ধারাবাহিক মাদক-বিরোধী অভিযানে ছয় কারবারি গ্রেপ্তার

আপডেটঃ ২:৪৫ অপরাহ্ণ | জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা ও মতিহার থানা পুলিশ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।অভিযানে ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের দাবি, নগরীতে মাদকের সরবরাহ ও বেচাকেনা ঠেকাতে এই অভিযান আরও জোরদার করা হবে।আরএমপি সূত্র জানায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে ৩৫ বোতল নেশাজাতীয় ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ পুরিয়ায় মোট ১০৪ গ্রাম গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ১৬০ টাকা, সরবরাহ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।ডিবি পুলিশের পৃথক অভিযানে দামকুড়া, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।হরিপুর বনপাড়া এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৩৫ বোতল সিরাপ উদ্ধার করা হয়।

একই রাতে তেরখাদিয়া ডাবতলা এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম মুন্না ও আব্দুল আল মামুন ওরফে ডিম বাবুকে গ্রেপ্তার করা হয়, যেখানে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ হয়।দাশপুকুর মোড় সংলগ্ন এলাকায় আরেক অভিযানে ইসরাফীল হোসেনের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

এদিকে পবা ও মতিহার থানা পুলিশের অভিযানে আলমগীর ও রবিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে।পবা থানার ঘোলহাড়িয়া গ্রাম থেকে আলমগীরের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।মতিহার থানার ধরমপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে রবিনকে গ্রেপ্তার করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।