বুধবার ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

যৌন হয়রানির অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল সিন্ডিকেট

আপডেটঃ ১২:৪৭ অপরাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেট সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করে। সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, ছাত্রদের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানে অসঙ্গতির প্রমাণ মেলার পর বিষয়টি আরও গভীরভাবে যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় অভিযোগগুলো পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে, যিনি পুরো তদন্ত কার্যক্রম তদারকি করবেন।

তদন্ত কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং অভিযুক্ত অধ্যাপকের একজন প্রতিনিধি। পাশাপাশি প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত), যিনি কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বিস্তারিত অনুসন্ধানের পাশাপাশি ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুপারিশও যুক্ত থাকবে বলে জানা গেছে।

IPCS News : Dhaka :