বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

যুদ্ধবিরতির পর কাশ্মীরে ফিরছেন বাসিন্দারা, নিরাপত্তা নিয়ে শঙ্কা অব্যাহত

আপডেটঃ ১২:২২ অপরাহ্ণ | মে ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ

কাশ্মীর উপত্যকায় দীর্ঘদিনের উত্তেজনা ও সহিংসতার পর সাময়িক যুদ্ধবিরতি কাশ্মীরিদের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে।অনেক পরিবার, যারা বিগত কয়েক দশকে সহিংসতা ও নিরাপত্তাজনিত কারণে উপত্যকা ছেড়ে গিয়েছিল, তারা ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করছে।রোশনলাল মাওয়া নামে এক কাশ্মীরি পণ্ডিত ২৯ বছর পর শ্রীনগরের জাইনা কাদাল এলাকায় তার পুরনো দোকানে ফিরে এসেছেন।দিল্লিতে দীর্ঘ সময় ব্যবসা করলেও, কাশ্মীরের মানুষের ভালোবাসা ও সম্মান তাঁকে আবার ফিরে আসার সাহস দিয়েছে।তিনি বলেন, “আমরা এক রক্তে আবদ্ধ।কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনতে চায় এখানকার সাধারণ মানুষ।”

তবে শঙ্কা পুরোপুরি কাটেনি।সাম্প্রতিক সময়ে উপত্যকায় একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ হামলার শিকার হচ্ছেন।১৯ দিনের মধ্যে ১০টি হামলার ঘটনা পরিবারগুলোর মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।এর পাশাপাশি বহু নিখোঁজ কাশ্মীরির পরিবারের মতো শাকির মঞ্জুরের পরিবার এখনো আশায় দিন গুনছে।তাদের দাবি, যদি তিনি মারা গিয়ে থাকেন, তবে তার সঠিক খবর যেন পরিবারকে জানানো হয়।রাজনৈতিক দলগুলোর অভিযোগ, যুদ্ধবিরতির ঘোষণার পরও কেন সহিংসতা বাড়ছে, সে বিষয়ে সরকারের জবাবদিহি প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ঘরে ফেরা কাশ্মীরিদের জন্য পরিস্থিতি আবারও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

যুদ্ধবিরতি আশা জাগালেও, বাস্তবতা বলছে কাশ্মীরিদের ঘরে ফেরা এখনো অনেকটা সাহসের পরীক্ষা।শঙ্কা কাটেনি, শুধু প্রতীক্ষা শুরু হয়েছে স্বাভাবিক জীবনের।

IPCS News : Dhaka :