মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
আপডেটঃ ১১:২৭ পূর্বাহ্ণ | অক্টোবর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। তার বন্ধুদের ভাষ্য অনুযায়ী, রাতে বন্ধুদের সঙ্গে ক্যাম্প এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন তিনি। এ সময় হঠাৎ করে ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের কাছে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা সংঘর্ষের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
IPCS News : Dhaka :