সোমবার ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোহনগঞ্জে জাল টাকা ও অস্ত্রসহ আটক- ২

আপডেটঃ ১১:৪৪ পূর্বাহ্ণ | নভেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ শিউলী (৪০) ও মদিনা আকন্দ (১৮) কে আটক করেছে যৌথবাহিনী। শনিবার রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মোহনগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের লে. মোঃ মাহমুদুল হাসান মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কাজিয়াটি গ্রামের ফয়সাল মাদক ব্যবসায়ী আটক করার জন্য অভিযান পরিচালনা করলে উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়।

পরে ২ ঘন্টা অভিযান চালিয়ে দুইজন মহিলাসহ ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০হাজার ৭শ টাকা পাওয়া যায়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত শিউলী কাজিয়াটি গ্রামের আহমদ আলীর মেয়ে এবং মদিনা আকন্দ কাজিয়াটি গ্রামের ছাবেত আকন্দর মেয়ে।

তিনি আরো জানান, অভিযান অব্যাহত থাকবে এবং আপনাদের সার্বিক সহযোগিতা চাই। পরে আটককৃত দুইজনসহ দ্রব্য সামগ্রী মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তিতে রবিবার তাদের আদালতে হসতান্তর করা হয়েছে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।