বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে এবং গ্রেফতারকৃত মোস্তাকের মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেটঃ ২:২৫ অপরাহ্ণ | মে ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোণায় সহজ সরল নিরাপরাধ মোস্তাক মিয়ার উপর মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৪ মে) দুপুরে নেত্রকোণার পূর্বধলা সড়কের দুধকুড়া নামক স্থানে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মোস্তাকের মাতা মোছাঃ সাহেরা আক্তার, মোঃ ছাদেক মিয়া, মোঃ মিলন মিয়া, মোছাঃ হাজেরা খাতুন, মোঃ গনি মিয়া, সুলতানা আক্তার, মোঃ মাহফুজ হাসান তামিম ও মোঃ হাশিম উদ্দিনসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা, মোস্তাক মিয়া একজন গ্রামের সহজ সরল ও শান্তিপ্রিয় লোক।তিনি কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নয়।বিগত চার বছর আগে ক্ষেতের আইল কাটাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং গ্রফতার করা হয়েছে।তারা মোস্তাকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত মোস্তাকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।