মালয়েশিয়া পাচারের আগে ৮০ জনকে উদ্ধার করল বিজিবি-র্যাব
আপডেটঃ ১১:৫৫ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় মানব পাচার ও অপহরণচক্রের আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২১ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলা এ অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়, যারা বিভিন্ন সময় অপহরণের শিকার এবং সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা হয়েছিল।
অভিযান চলাকালে পাচারকারীরা পাহাড় থেকে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ও পাথর নিক্ষেপ করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার পাচারকারীকে আটক করে।টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের প্রবণতা বেড়ে যাওয়ায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী রাজারছড়া পাহাড়ি এলাকায় চক্রটির আস্তানা ঘেরাও করে এ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে উদ্ধার করা হয় দুটি দেশীয় একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি। এ ঘটনায় বিস্তারিত তথ্য শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
IPCS News : Dhaka :