বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে সাংবাদিক পরিবারের উপর হামলা ও ভাংচুর

আপডেটঃ ১২:১৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার চর আহাম্মদপুর গ্রামে বসবাসকারী আমাদের আই পি সি এস নিউজ (অনলাইন ডেইাল নিউজ পোর্টাল) এর নিজস্ব প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল (৬০) ও তাঁর পরিবারের উপর হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মোঃ শাহিন মিয়া (৩৬), পিতা-আবু সিদ্দিকসহ আরও ৪/৫ জন দীর্ঘদিন ধরে বাদলের বাড়ির উঠানে নিয়মিত ময়লা-আবর্জনা ও মলমূত্র ফেলে পরিবেশ দূষণ করে আসছে।এতে ভুক্তভোগী পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নানা রোগবালাই দেখা দিচ্ছে।

বিষয়টি একাধিকবার নিষেধ করলে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বাড়িতেও গিয়ে হুমকি প্রদান করে বলে জানা গেছে।এরই জেরে গত রবিবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে সাংবাদিক তাজুল ইসলামের স্ত্রীকে একা পেয়ে বিবাদীরা গালিগালাজ ও মারধরের চেষ্টা করে।পরে বাদল বাড়িতে ফিরলে সঙ্গবদ্ধভাবে তাঁকে আক্রমণের চেষ্টা করে।

তিনি প্রাণ বাঁচাতে ঘরে ঢুকে পড়লে বিবাদীরা ঘরে প্রবেশ করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে।স্থানীয়রা জানান, ঘটনার সময় আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।বর্তমানে বাদল ও তাঁর পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বাদল মনোহরদী থানাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।