মনোহরদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
আপডেটঃ ৩:১৪ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার বড়চাপা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বড়চাপা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় পাটুলী কিং ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ২-১ গোলে আচমিতা ভাই-বন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।বড়চাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বড়চাপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন গুলশান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এম,পি,বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব জলিল কাদের-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

