বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।খিদিরপুর বাজার সংলগ্ন এলাকায় গভীর রাতে এই অভিযান পরিচালনা করে মনোহরদী থানা পুলিশ।উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি রাত ১০টা থেকে ১২ জানুয়ারি ভোর ৬টার মধ্যে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

এসআই মো. মনির হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো. আবুল হোসেন, এটিএসআই সাদ্দাম হোসেন, এটিএসআই লিয়াকতসহ সঙ্গীয় ফোর্স।গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর বাজারে সাহেনশাহ নামের এক ব্যক্তির ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন আ. কুদ্দুস (৪৩), পিতা লাল মিয়া এবং নয়ন (৩৫), পিতা মৃত শামসুদ্দিন।

উভয়ের বাড়ি খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রামে।তাদের কাছ থেকে উদ্ধার করা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ ঘটনায় মনোহরদী থানায় মামলা নম্বর ০৬, তারিখ ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে ২০০৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং মাদক উদ্ধারে বিশেষ অভিযান চলমান থাকবে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল ; নরসিংদী।