মনোহরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
আপডেটঃ ২:০৮ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।বিকেল তিনটায় মনোহরদী উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রাণবন্ত সমাবেশে মিলিত হয়।র্যালির প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো–মনোহরদী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।
র্যালিতে অংশগ্রহণ করেন মনোহরদী উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও মনোহরদী উপজেলার সর্বস্তরের জনগণ দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে র্যালিতে অংশ নেন, যা বিপ্লব ও সংহতির চেতনায় জনতার ঢলে পরিণত হয়।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

