মনোহরদীতে গ্রামীণ ঐতিহ্য রক্ষায় কাছিটান ও লাঠিবাড়ি খেলার আয়োজন
আপডেটঃ ২:৫৯ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর নামাপাড়া যুব সমাজের উদ্যোগে ১৯ জুলাই শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান ও লাঠিবাড়ি খেলা।আয়োজনে প্রথম পর্বে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে কাছিটান ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় পর্বে সাগরদী দলের পরিবেশনায় উপভোগ্য লাঠিবাড়ি খেলা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউপি সদস্য রাকিব (মেম্বার) এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন রুহুল আমিন সৈকত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাসুদ পারভেজ, রূপক মোড়ল, বেলায়েত হোসেন খোকা, জাকির হোসেন, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, রাসেল, সাদ্দাম, মোবারকসহ আরও অনেকে।
খেলা শেষে বিজয়ী বিবাহিত দলের অধিনায়কের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ ঐতিহ্য রক্ষা এবং যুব সমাজকে মাদক ও জুয়ার মতো অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এই ধরনের খেলাধুলার বিকল্প নেই।যুব সমাজকে আরও বেশি খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এ আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক সুন্দর দৃষ্টান্ত হয়ে উঠেছে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।