শুক্রবার ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে কিশোর সেলুন কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটঃ ১২:২৪ অপরাহ্ণ | জুলাই ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদী:-নরসিংদীর মনোহরদী উপজেলার বীর আহমদপুর এলাকায় এক কিশোরের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের নাম সাগর (১৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মিরপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।বর্তমানে সাগর মনোহরদীর বীর আহমদপুরে সাগরদী বাজার সংলগ্ন  (সেওরাবাড়ী) রিংকু শাহার  বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জানা যায়, সাগর পেশায় একজন সেলুন কর্মী ছিলেন এবং সাগরদী বাজারের একটি সেলুনে কাজ করতেন।বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাত আনুমানিক ১টা থেকে সকাল ৫টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় সাগর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।পরিবারের পক্ষ থেকেও সন্দেহজনক কিছু রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।